স্বাধীনতা..
স্বাধীনতা তোমার তো মৃত্যু হয়ে সে কবে
বৃদ্ধা সেই আলু বিক্রেতা যখন কান্না করে..।


স্বাধীনতা..
স্বাধীনতা তোমার প্রতি ক্রোধ জন্মে তার
দুমুঠো অন্নের দায়ে রাস্তায় পড়ে থাকে যে..।


স্বাধীনতা..
স্বাধীনতা তুমি কি আজও থামাতে পেরেছ
সেই গর্ভিত অসহায় মায়ের অজস্র কান্না..।


স্বাধীনতা..
স্বাধীনতা তুমি কি ভুলেই গেলে আজ
সেই নারীরা আজও চিৎকার করে রোজ..।


স্বাধীনতা..
স্বাধীনতা তোমার অবহেলায় আজও পথে
পড়ে রয়েছে অসংখ্য বেনামক ছোট্ট শিশু..।


স্বাধীনতা..
স্বাধীনতা তুমি খেয়াল করেছ কি কখনো
বৃদ্ধা সেই নারীর আকুতি নামে বিরহটা..।