হে অতিথি তোমায় করিবো বরণ
         কুয়াশার স্নিগ্ধ পরশে,
হাজারো স্মৃতির চাদর ভুলিয়ে আজ
        খোঁজে নেবো মলয় বাতাসে..।


হে অতিথি তোমার প্রেমে আজ মগ্ন
       শীতল ভোরের কুয়াশার মতো,
মোর সাধনায় বাঁধিগো বেদনার মায়া
         বিভোরে কাঁদায় মোরে যতো..।


হে অতিথি হেমেন্তের এই আধো আলো
            আমায় ঘিরেছে তবু এসে,
রাত্রে নেমেছে ঝিরিঝিরি জোনাকির ছায়া
        ভোরের পাখি ডাকিলো সুর বেসে..।


হে অতিথি তোমায় হারাতে চাহিবো না কবু
           যত আসুক না বিষাদি বর্ষণ,
মোর হৃদয় মাঝেতে শুধু রাখিবো তোমারে
          প্রেম নামে করিওনা কবু ধর্ষণ..।