সকাল বেলায় ডাকছে পাখি
       নেই যে তারা রাগে,
ভর কুয়াশা ভিজেছে উঠোন
        সূর্য উঠার আগে...।


ছাতিম ফুলের গন্ধ মাখায়
       সন্ধ্যা নামে যখন,
ভাপা পিটার শোভা ছড়ায়
        পল্লী পাড়ায় তখন..।


গগন ভেসে বেড়ায় যখন
        ভরদুপুরের মেঘ,
হালকা শীতল হাওয়া তখন
      খুঁজবে তাহার আবেগ..।


ভোর সকালে কলসি ভরায়
         মিঠা খেজুর রসে,
স্বাদের নেশায় পাগল করে
        খেতে ছুঁটে আসে..।


নতুন ধানের ধন্যে ঘেরায়
       চাষির মুখে হাসি,
রূপ দেখিতে তার বারে বারে
        পল্লী গ্রামে আসি..।


আমার দেশের সোনার ছোয়ায়
         সব থাকবেই অনন্ত,
কার্তিক গেলো কালের ঠানে
         এলো নব হেমন্ত..।