কাহার শনে বাঁজে তাহার
      কাকনের ঐ বীণ,
মাতাল করা বৃষ্টি ভেজায়
       করিছে রিনঝিন..।


মৃদু বাতাস বইছে আবার
       ঐ ক্ষণেক তরঙ্গে,
মাতাল হাওয়ায় মন মাঝিটা
       তরী ভিড়াই গাঙ্গে..।


জোনাক জ্বলে ঐ আঁধার মাঝে
   তাতে জোছনা সীমাহীন,
আকাশ মাঝেতে তারার মেলা
        হয় প্রতি নিশিদিন..।


আজ ফাল্গুন হাওয়ায় দুলছে মুকুল
    বাগিচার ঐ চারিপাশ জুড়ে,
আসবে বলে আজও আধো ছায়ায়
      হিয়া রয়েছে তব চুপিসারে..।