দিনের শেষে সন্ধ্যা সাঁজে
    পুষ্প মালা গাঁথা,
রক্তের নদী বয়ে গেছে
  খুলেছি স্মৃতির পাতা..।


রফিক,শকিক,বরকত,সালাম ও
   রক্ত দিয়েছিলো আরো যারা,
বায়ান্ন বলে তখন ভেঙ্গেছিলো
      তারা ১৪৪ ধারা..।


বিনম্র শ্রদ্ধার সুরের গানে মোরা
   তাদের করিবো স্বরন,
শত রঙের পুষ্প তুরা দিয়ে
   শহীদদের করিবো বরণ..।


এক সুরে পুষ্প নিয়ে মোরা যখন
   যাবো শহীদ মিনারের পাশে,
গানের ছন্দে ছন্দে খুঁজে নেবো
       মোরা অমর একুশে..।