কোথায় লুকিয়ে আজ নিঃস্ব তুমি,
বাংলার মানুষের ভাবনায় আছো তুমি..
তোমার অদ্ভুত সেই উপন্যাসের ছোয়াঁ আজও জীবিত বাংলার প্রতিটি ঘরে,
লিখেছিলে তুমি উপন্যাস, হাজার বছর ধরে...!!
জানতে পারেনি কেউ সেই কোন মেয়ে,
লিখেছিলে তুমি, শেষ বিকেলের মেয়ে..!
কাহার দেখার তরে মন ছোয়াঁর আগুন,
লিখেছিলে তুমি, আরেক ফাল্গুন...!!
বৃষ্টির ফোটার মত মানুষ হারায় আখিঁ জল যদি,
লিখেছিলে তুমি সেই, বরফ গলা নদী...!
তুমি ছিলে তুমি থাকবে অমর হয়ে চিরদিন,
লিখেছিলে তুমি কি অদ্ভুত, আর কত দিন...!!



--আজ ১৯ আগষ্ট,
চলচ্চিত্র নির্মাতা লেখক,
জহিরুল্লা রায়হান, ( জহির রায়হান)
১৯৩৫ সালে জন্ম গ্রহন করেন...!!
প্রয়াত চলচ্চিত্র নির্মাতা লেখকের জন্য হাজারো দোয়া কামনা করি..।