মহাশূন্যে নেই কোনো দীর্ঘশ্বাসের গল্প
   গল্প তো মহাকাল থেকে সৃষ্ট কাহিনী,
সমুদ্রের বুক জুড়ে যতই আসুক ঝড়
  ঝড় তো মনের ভেতরও হয় রোজ..!

অশান্তময় দীর্ঘশ্বাস গুলোও জড়ো বাঁধে
  হৃদয়ের অন্তঃকোণে রোজ প্রতিদিন,
হয়তো বা মুছে যাওয়া কিছু স্বপ্ন আর মোহ
  ভুলে যাবার তরে হৃদয়কে করেছে স্বাধীন..!

অতীতের আয়োজনে ছিল না কোনো মর্ম
জীবন সংগ্রাম আজও বহমান স্রোতে,
অজস্র কান্না আর বেদনার রঙ মশাল গুলো
  আজও বন্দী শালায় অন্ধকারের সাথে..!

আমি গহীন অন্ধকারে আলোর খোঁজ নিই
  সময় অসময়ের কাল্পনিক ভাবনায়,
অধিকার বঞ্চিত হৃদয় গুলোও কেন আজ
  অদৃশ্য মরুর বুকে বারেবারে হারায়..!