ডাকছে খোকা হাতের ছোয়ায়
      মা'কে হেসে হেসে,
মা সেতো হায় আসছে তড়িৎ
       ভূতের ছদ্মবেশে..।


খোকার ডাকে মা যে কাঁদে
       নিশির জাগা রাতে,
ক্ষুধার জ্বালায় ক্লান্ত খোকা
       কিছুই নেই যে পাতে..।


এখন খোকা কাঁদেনা আর
       হাল ছেড়েছে কবে,
কেঁদে যে আর কি লাভ হবে
       মা যে নেই এই ভবে..।