গর্ভে না ধরা মহিলাটি অচেনা হলেও
সে একজন নারী,
বাড়িতে দিনরাত পরিশ্রমী মা যিনি
সেও একজন নারী..।
রাস্তার চারপাশে অজস্র ছুঁটে চলা
সে তারাও হয় নারী,
গলিতে বারবার ধর্ষণে শিকার হওয়া
সে মহিলাটিও নারী..।
সমাজে বিদ্যাবলে এগিয়ে চলেছে যারা
তারও তো নারী,
কোনো বেদাভেদ না মেনে ছুঁটে যায়
সে তারাও তো নারী..।
আদি কাল থেকে সব মুখ বুঝে আসা
ঐ মহিলাটিও নারী,
একটু সুখের তাগাদে ত্যাগ মানে যে
তারাও তো সব নারী..।
সমাজে আজ উচ্চ শিক্ষে অধিকারী
সেও তো একজন নারী,
একজন পুরুষের জীবন সঙ্গিনী হয় যে
সে মহিলাটিও তো নারী..।