কে যেন আমায় ডাকিছে হায়
       আনমনে মনের সুরে,
কি যেন এক আলোক মালা
        দেখেছি অদূর দূরে..।


সাজিয়াছ তুমি আল্পনার রঙে
        মনের গভীরও তরে,
ভাসিয়া হাসিলো আমারও হিয়া
        শত জনমের পরে..।


অরণ্যের মাঝে খুঁজিয়া বেড়ায়
         প্রেমও পাখির গান,
বাদলও দিনে মাতালও করিলো
      যেন অদৃশ্যের পিছুটান..।


ফাগুনও হাওয়ায় মন বাগিচায়
         মৌ নাচিলো হায়,
বসন্তীর ঐ বাদলও হাওয়ায়
      খুঁজিয়াছি যে তোমায়...।


হারিয়ে যাওয়া মোর আপনার
        দেখেছি প্রিয় মুখ,
অদৃশ্য আর থাকিবে না কবু
        হিয়া বিনে যে সুখ..।


নিশিতে জাগিয়া রহিছে প্রিয়
        করিছে আলিঙ্গন,
মনেরও মাঝেতে আসিলো ফিরে
       হয়ে সুখের আলাপন..।