তোমায় ভেবে লিখেছিলাম আমি
      স্মৃতিতে যাহা আজ ইতি,
আমি মেঘের বাগিচায় উড়িয়েছি
        তোমার নামেই চিঠি..।


শ্রাবণের পরশ যেন লাগিয়েছি তাতে
       হাজারো বৃষ্টির ঐ ফোটা,
নগ্নতায় সাজিয়েছি পুষ্প মালা খানি
       যেন তাহা এক বর্ষায় উঠা..।


রাত্রির আধো আলোয় মেঘের কোণে
        হেঁসে বেড়ায় পলকের চাঁদ,
হাজারো নিবিড় নিশিতে জেগেছি তবু
         খুঁজেছি তবু প্রেমের স্বাদ..।


শুধু বন্ধু তোমায় মনে পড়ে আজ
        আমার এই রাত্রি বেলায়,
অকারনে যে হারিয়েছি প্রেম আমি
        হাজারো স্মৃতির পাতায়..।


তুমি বলেছিলে আমায় সঙ্গোপনে
        শেষ বিদায়ের এই ছুটি,
তবুও কেন আজ তোমার তরে লিখি
        মোর আবেগের যত চিঠি..।