জননী তোর অশ্রু ঝড়াস
     ভবে এসে আজ,
দুঃখের বাঁধন সরিয়ে নিজে
    খাটছিস কতই কাজ..।


ও কাল গেলো এই কাল এলো
     তোর শ্রমই হয়না শেষ,
প্রহরে তোর শেষ হবে না কবু
    এটাই বুঝি দুঃখের দেশ..।


হাড়ি পাতিল সঙ্গ লইয়া তুই
   কিসের এতো করুনা তোর,
ভাঙা নীড়ের ছাউনি ছাড়াই
     কাটাস রাত্রি তোর...।


বৃদ্ধ যে তুই বুঝবে ক'জন
     যতই করিস রান্না,
হৃদয়ে তোর জ্বলবে আগুন
     করবি শুধুই কান্না..।


এই ভবে তোর হবেনা মিলন
     সুখের দেয়াল খাড়া,
সঙ্গ হইবে দুঃখের আলোর
      দেখবে বিশ্ব সারা..।


জননী তোর মায়াবী চোখের
     ঝড়বে অশ্রু আরোই,
কান্নার সাগরে ভেসে গেলেও
     মায়া হবেনা কারোই...।