কতদিন পরে আবারও সেই মৌনতা
        পথের ধারে বসেছি একা,
রোমাঞ্চ কবিতার মায়াজালে বেঁধেছি
        পাবো বলে প্রেমো দেখা..।


হাজার পাখির উল্লাসে মেতেছে মেঘ
        অজস্র তারার আলোয়,
শীতল হাওয়া বইছেরে আজই মনে
       এখন বুঝি হলো সময়...।


সন্ধ্যার পরশে সৌরভ মাখায়ছে মনে
        হাজারো ছাতিমের গন্ধে,
সুখের ডাক দিলো রে প্রাণও শালিক
     বাশঁ বনের ঐ ঝিরিঝিরি ছন্দে..।


সদূরে গিয়াছে পরাণ বন্ধুটা আমারি
     আসিলো না আজো সে কাছে,
জনম বুঝি ফুরিয়ে যাবে ক্ষণেক বাদে
       তবুও দেখা মিলবে কি শেষে..।