তুমি হেঁটেছিলে ক্লান্ত বিকেলে
     সুরের ছায়া পথে,
হাজারো ইচ্ছের মাঝে বেঁধেছিলে
    মুটোভরা স্বপ্ন ছিলো সাথে..।


আমি এক পড়ন্ত বিকেলে গিয়েছি
     সে স্বপ্ন ঘেরা হাটে,
যেতায় জোনাকিপোকা আলো ছড়াতো
      নিঝুম ছদ্বের রাতে...।


তুমি রোজ নাটাই ছাড়া উড়াও ঘুড়ী
      আকাশ মেঘের সাথে,
অকাল স্রোতের ঠানে আসো
     চেনা সেই একই পথে...।


তুমি হাজারো আলোর ছদ্মবেশে
       দেখাও কিসের মায়া,
কেয়া ঘাটের তরীর মতো দেখাও
       একই সে ছোঁয়া...!