বন্ধুরে তোর অচিন তরী
   কোথায় চলে যায়,
সঙ্গে যাবো আজ দু-জনাই
   স্রোতের বুকে ভাসায়..।


গগন ভেসে কালো মেঘটি
     বৃষ্টির ফোটা ঝড়ায়,
তারার খুঁজে চক্ষু আমার
     বসি পথের ধারায়..।


জোনাক জ্বলা সেই নিশিতে
     যাচ্ছি হেঠে একা,
চাঁদের আলোয় মুখটি তোমার
    হঠাৎ মিলেছে দেখা..।


রাত্রি প্রহর কেটে যাচ্ছে
    জোনাকির আশায়,
তবুও কেন স্রোতের ধারায়
     অচিন তরী ভাসায়..।