তুমি চাইলে পারো বৃষ্টি হতে
      আকাশ মেঘের মতো,
তুমি চাইলে পারো ঝর্ণা হতে
      পাহাড় সীমায় যতো..।


তুমি চাইলে পারো নদী হতে
       পদ্মা-মেঘনার ন্যায়,
তুমি চাইলে পারো ঝিল হতে
       শত পুকুর সীমানায়..।


তুমি চাইলে পারো তারা হতে
       রাতের আকাশ দেখে,
তুমি চাইলে পারো রঙিন হতে
       দূর রামধনুটা মেখে..।


তুমি চাইলে পারো কবি হতে
       শত শব্দ-ছন্দ লিখে..।
তুমি চাইলে পারো জ্ঞানী হতে
        হাজার কাব্য শিখে..।