মালিহা এক টুকরো সকালবেলা,
হাসিমাখা মুখে যেন রোদের খেলা।
চোখ দু’টো তার দীপ্ত তারা,
দেখলেই মুছে যায় সব হারা।
পায়ে পায়ে ছন্দ ওঠে,
নুড়ি-পাথরে যেন রংধনু ফুটে।
ভাঙা বুলি, মিষ্টি কথা—
তাতেই গাঁথা রূপকথা।
তাহমিনার চোখের তারা,
আলোর মাঝে তারই সারা।
মালিহা তুমি কচি বেলি,
তোমায় দেখে মুগ্ধ দুনিয়া চলি।
সপ্ন হোক তোমার পাখা,
আকাশ ছুঁও তুমি নির্ভয় রাখে!
তুমি হাসো, দুনিয়া হাসে,
তুমি থাকো ভাল, ভালোবাসায় ভাসে।