আমার প্রেমিক বেলা গোগ্রাসে গিলেছে এক জলহস্তী
জোৎস্না কাঁচের সুতোয় পেচিয়ে আবেগের রাত
কেটেছে প্রাণের নাটাই পকেট পোষা ইঁদুর কিশোরী
সারাটা স্বপ্নের শহর পুকুর নদী ঘাট।
নিস্তারের বুকে বেঁধে বোমা অলৌকিক নির্বাসনে
কেটে গেছে কুটকুট বিশ্বাসের বন্ধনী, নিশ্বাসের তর্জমা-
স্বপ্নের প্যরাবন আকরিক আবেগের তল্লাট
পুড়োবাড়ি, চিতাবদ্ধ লোপাট শ্মশানে
শান দেয়া ছলনার লাশ করে জমা
ঢেলেছে কান্নার সৎকার বাসন্তী প্রণয়ের বীণে।


আমার রোদ ঝলমল  উঠান গিলে খেয়েছে এক
অভিশপ্ত জোনাকীভুখ পাতাতাম কূপের ছায়া
কাঁদো কাঁদো নাকি রাতের কান্নার আবেগবধ
শাঁকচুন্নি আমার অনুভূতির শহরে রোজ রাত
ছায়া ফেলে চাঁদের অপর পৃষ্টের নিকষ কালির তূণ
আমাকে মেরে ফেলেছে এক স্মৃতির বুড়ি
কী কারুকার্য খচিত মরণ! কত সুনিপুণ!