থাক বুকে তোর মিঠে রোদ্দুর
সুদুর অরণ্য জেগে থাক।
শালিকের বুল আর লাল বুলবুল
মেখে থাক টিয়া-তোতার ডাক।


বয়ে যাক ফাগুনের বায়ু
মেঘ বলাকা কাটুক সাঁতার
বেড়ে যাক তোর পরমায়ু
ফিরবো না তবু আমি আর।


তোর আকাশের সে ঘোর বজ্রনাদ
একদিন মোর পুড়েছিল মন
প্রাক্তন ক্ষেত করিনা আবাদ
ভুলে গেছি ভুল আয়োজন।


যাক ডেকে বন মিছে যৌবন
উর্মির ঝাঁক নদীর চোরা বাঁক
কোনদিন আর ফিরবে না মন
তোর শরীর ছিঁড়ে কাকে খাক।