নীলিমার ছই


গলগ্রহ হয়ে থাকা বিষন্নতা ছুঁড়ে দিয়ে পৃথিবীর নাকে
এসো আজ নীলিমায় শুদ্ধিস্নানে মাখামাখি করি এ হৃদয়
জান নাকি তুমি বুঝি চিতা আর হরিণীর দৌড় আর বাঁকে
আদিকাল থেকে শুষ্ক  সাহারার ঘাস-ধূলি হতেছে যে ক্ষয়।
ক্যাকটাস ঝোপে সজারুর বাস
শিকারের তাড়নায় বাঘ
ঘন ঘন থাবা নাড়ে স্বপ্নে দেখে তাগড়া জেব্রার লোহিত নির্যাস
তবু ছায়া হরিণেরা বয় প্রাণে কচি কচি  তৃণ অনুরাগ
মোষদের ঘর তবু পাতা আছে  যতই নিদাঘ
হোক ছানা তোলে আর শুধু খেয়ে যায় ঘাস
কারো দাঁতে ফালাফালা হতে -
বসে থাকা শিকারীর হয়ে যেতে চোখের সন্ন্যাস।
পৃথিবীর ক্লেদে আর কতবার কে আজন্ম স্বপন ডুবায়
প্রয়ানের ভয় পুষে দিকভ্রান্ত শৈশবেই  কারা মরে যায়?
এসো আজ যবনিকা দাঁতে ছিঁড়ে জোছনায় করি জলকেলি
সবুজের ঘ্রাণ গায়ে মাখি আর ক্ষুরে মাখি হরিণের ধূলি।
এসো আজ জোছনার রঙে ভাসা মেঘডাসা হই
নীল আলো, ভাসা প্রাণ, উড়া নীড়, নীলিমার ছই।