লোলুপ বাতাসে পিষে  উষ্ণতার জমে গেছে ভীড়
নদীর সুতায় কাঁদে চরজাগা নিশুতির ভিটা
উতরোল আকাশের ভাঁজে ভাঁজে অসস্তির নীড়
বর্ষায় ফুলকিমালা ত্রাস আর আগুনের ছিটা।


পুড়ে গিয়ে মাঠ দেখে জীবনের চরম ফাটল
সন্ধ্যাকাশে পুড়ামেঘ আগুনের লেলিহান শিখা
বাগানের অট্টহাসি ভুলে গেছে বেদনার জল
মেঘের কাজল চুষে নিদারুণ রবি একরোখা।


তবুও রাতের গানে বিজুলীর উঠে হাঁক ডাক
কাল বৈশাখীর রোল ; ধেয়ে আসে মাতাল বৈশাখ।