ফিরে আয়


কেবলি রক্তিম শোভা, পুতুলের বেদী
আড়ম্বর ভুঁইফোড় হরিণাভ নাভী
বুকে বেঁধে তোপ দাগে স্বদেশী গাভী
পা বেচা ময়ূর যেন-- নৃত্যে নিরবধি।
মন নিয়ে ছিনিমিনি-ঘিনঘিন খেলা
পুরুষেরা কম যায়? নটরাজ ঢেলা
সভ্যতার ক্ষয়ে গেছে শালীন কপাট
তাই লাজ চোখে চোখে হয়েছে লোপাট।


দ্বাদশীর কান পড়া হাড়গিলা কানে
কতোবার যে পরেছে দ্বৈত অলংকার
প্রৌঢ়ার শ্বাদন্তে বেঁধে হৃদয় কুমার
বাজায় বেখাপ্পা কত প্রণয় ঝংকার।
রসাতল, উবে চল সুরুচির স্বাদ
নেব আজ ফিরে আয় সুনীতি অবাধ।