আয়রে নিঠুর মহামারী


ওরে ও দৈত্য-পাষান উলাদেবী
আয়রে মড়ক, খুবলে খাবি
পুজিবাদের বংশধারা;
আয়রে নিঠুর মহামারী
মৃত্যুদেবী জীবন হরা।


আয়রে নগ্ন, আয় সর্বনাশ
আমলা-পশুর গিলতে গ্রাস
পাপের ডোবায় খাচ্ছে খাবি
পুঁজ রক্ত আর মাংশ দিবি?
ভাগ্যদেবীর তিলক-সরা?
আয়রে নিঠুর মহামারী
মৃত্যুদেবী জীবন হরা।
আয় অভিশাপ, আয়রে বিলাপ
শোষন চক্রে দেরে হানা
ভগবান কে ভুত করে যে
ভগবানের খাচ্ছে ভূনা;
মাথার খুলির সেদ্ধ মগজ
আইন করে যে খাচ্ছে খুলে
একটি কসাই হাজার লোকের
জ্যান্ত চামড়া নিচ্ছে চিলে।
আমাদের খা, নয়তো খাবি
সেই কসাইয়ের হাড়ের গুড়া
আয়রে নিঠুর মহামারী
মৃত্যুদেবী জীবন হরা।


জানোয়ারে দেশ ভরেছে
পা-চাটা সব কুকুর-বিড়াল
আয় অভিশাপ, গিলে খা পাপ
থাকিস না আর নীতির আড়াল।
পুড়ে মারার দিন এসেছে
  মুনাফিকের বংশধারা,
লাগা আগুন ভাঙ্ রে মাথা
ভদ্র বেশীর উর্দি পরা।
হয় গিলে খা নিজের দু হাত
নয় খা চোরের সমাজ সরা।  
আয়রে নিঠুর মহামারী
মৃত্যুদেবী জীবন হরা।


বসে বসে আঙুল চুষে
বড় দরগার সিন্নী খাবি?
পুজারীদের বুকে আঙুল
ঢুকিয়েছে মাজার বিবি


মুখের লালা খাচ্ছে কেড়ে
পেটের ভেতর দিচ্ছে গালা
ওরে ও নাথ,সৃষ্টিকর্তা
বন্ধ করো নিঠুর খেলা।
সংখ্যাগুরুর বাঁচার দাবি
রাখো প্রভু ভাঙ্গো গারা
আয়রে নিঠুর মহামারী
মৃত্যুদেবী জীবন হরা।


ঘাড়ে বসে রক্ত চুষে
লাখে- দুটি কুকুরছানা
লাখ বলদের পাছায় থুথু
  কুকুরছানায় দিচ্ছে হানা।
থাকবি কত পাথর-পাষান
মানবতার দীপ্ত সেনা?
আয়রে রাহু গ্রাস করে নে
আভিজাত্যের নোংরাপুরী
বেশ্যা নারীর বেশ্যাগিরী
ছাগলছানার হিংস্র গিরি-
লেবাস ধারী পাগলা ঘোড়া;
আয়রে নিঠুর মহামারী
মৃত্যুদেবী জীবন হরা।


মন্ত্রী-আমলা চুবা জলে
চামছার মুখে মুত্র-ত্যাগে
ভাসিয়ে সব ক্ষোভের বলে
  আয় প্রতিশোধ-অনুরাগে।
কসাই কা তুই মানুষ-চিলা
আয়রে প্রলয় মৃত্যুলীলা;
মহজনের রক্ত দিয়ে
ধুয়ে দেবে ধর্ষিতার পা-
মুত্রে পাপী চুবাস রে তুই
পাপগ্রাসী হে মুত্রসখা,
তুই মারনের মন্ত্র শেখা
অত্যাচারীর মারনকেলী
শেখা মারন মন্ত্রাবলী
অত্যাচারীর বক্ষ ফারা-
আয়রে নিঠুর মহামারী
মৃত্যুদেবী জীবন হরা।


ভালুক জ্বরে ভোগছে মানুষ
বললে সত্য প্রান যাবে যে!
মারবে লাথি দেবে থাপ্পর
বললে, তাই রয় মুখটি বুজে।
তিলে তিলে মুড়ছে মুন্ডু
বলদ-সবার আগাগোড়া
শোষন-চক্রের পদ্ধতিতে
যুবকদের কে রাখছে বুড়া;
স্বার্থ-রোগে ভুগছে তারা-
আয়রে নিঠুর মহামারী
মৃত্যুদেবী জীবন হরা।


ট্যাক্স দিয়ে যে নামছে ধরায়
মুড়তে কাফন ট্যাক্স দিয়ে যায়
ফক্সের ভয়ে নিচ্ছে ভ্যাকসিন
বসে কঠিন রোগের চিতায়;
পুজিবাদের চাই অবসান
ত্রুটির শাসন ভাঙতে হবে
গনতন্ত্র শুদ্ধ করে
মানবতা মানতে হবে।
তা না হলে জ্বলবে আগুন
দেশ মাতৃকার ঘরে ঘরে
উড়িয়ে দেবো কচু চক্র
মুখে মুখে বারুদ ভরে;
ঊনিশ কোটি যাবো মারা
আয়রে নিঠুর মহামারী
মৃত্যুদেবী জীবন হরা।


একটি করে কিল দেবো আর
একটি করে থুথু মুখে
সব জানোয়ার ধূনা হবে
আয় বাঙালী দাড়াই রুখে;
যুগ জনমের দীপ্ত সেনা
লাখ বছরের মানুষ তোরা
দে রে আগুন ভাঙরে তালা
রামছাগেরে শিকল পরা
দে রে মুড়ো কররে গুড়ো
হিংস্র পশুর বুকের ছরা-
আয়রে নিঠুর মহামারী
মৃত্যুদেবী জীবন হরা।


রক্তময়ী মৃত্যুমাখা
রক্ত দে তুই যজ্ঞ শেখা
বদলে দে তুই ভাগ্যরেখা
আয় লাফিয়ে সব একরোখা
ভাঙি বিচার ভাঙি গারা
রক্তে শুদ্ধ করতে ঢেরা
আয়রে গোঁয়ার আয়রে তোরা
সব আজ দ্রোহের নিশান উড়া-
আয়রে নিঠুর মহামারী
মৃত্যুদেবী জীবন হরা।