পোষা কুমীরের ভয়ে
আমি বহুদিন গা ভাসাইনি
তোমার হৃদয়ের সুইমিংপুলে।
উপুড় হয়ে উঁকি দেই-
দেখি,  বিকৃত এক আমারই প্রতিরূপ
লাল চোখে কেমন ভেংচি কাটে।
একুরিয়ামের রঙিন মাছের মতো
তোমার স্বাধীন সত্ত্বাগুলো
কেমন ঠুকরে খাচ্ছে
সেই বিকৃত মুখের চোখ, কান, হৃদয়।
তাই অথর্ব চোখ গুলো ফিরিয়ে এনে
আমার উদাস সত্ত্বায় দেখি--
বহু বছরের স্নানহীন এক বৃদ্ধ যাযাবরের
চুলে লেগে আছে জট, উসকোখুসকো শরীরে
বহুবর্ষী ব্যথার প্রলেপ--
স্নানহীনতার যাতনায় ঢেকে আছে
শুকিয়ে যাওয়া দুই কালির কলস।
আর কলসের তলায় কিলবিল করছে
অজস্র কুমীরের ছানা।