চেয়ে থাকা হাওয়ার চোখে
শোক-বৈরাগ্যবটিকা খুলে
বিষন্নতার ছিলিমচি আকাশ--
নিরুপমা...
এইসব জীর্ণশীর্ণ দুপুরের বুক
কর্কট- মকর ব্যাপী হুতাশনের আঁকড়ি
সুখের কোন বন্ধকী ঋণে কেনা নয়
চর্চিত প্রত্যাশার উবুড় মুখে
স্বার্থের পদাঘাতে তৈরী হওয়া
অশ্বখুরাকৃতির বিষাক্ত আঁচড়ে
এই যে দেখছো অহোরাত্রি শোকের প্রসবন
চামরী ক্ষোভে তার অতলান্তিক পঁচনে
আজো প্রতিধ্বনিত হয়
আধিভৌতিক স্মৃতিময় প্রেমের বিভ্রম।


নিরুপমা...
ছলনার নন্দনশৈলীতে যতই ধারালো হোক
অলীক চাহনী
ভেতরে তার চিনচরোদের মমির সমুদ্রে
জেগে আছে এক নিয়ান্ডারথাল
প্রেমিকের মন
যার রেটিনায় স্বার্থ--খায়েশের চোরাবালিতে
গলে গেছে কবেকার পুরনো এক প্রেম।


নিরুপমা...
জীবিত জীবিত করে
যতই পেটাও রঙচঙে গয়নার ঢাক-ঢোল
সময়ের ওপারের তৃণভূমি ঘেরা
তুমি এক বিষাক্ত শ্বাপদ।