কলাপাতার মোমে বোধঘুমে দেখি
ছাপ মারা মেঘের উড়না পরা নীলিমা
হিমালয় সিথান করে প্রলয়ী আয়েশ
ভেতরে আমার আছে মুখোমুখি চেয়ে
কিরণের  ধারাল তীর গমের শিষের মতো
সাঁতরায় বিরহবক ধবল কার্ণিশে
প্রাচীন প্রত্ননগরের কাছে চিকচিক বালি
তার চোখে বিকিরিত গণকবরের মুখে
বাতাসের শেকড় ধরে তার কাছে  যেতে যেতে
কখন উবে গিযেছি কর্পূর।