কতদিন হয়ে গেল --নীল চাঁদ বসে আছে
জোছনার ঝুঁটি
নিস্প্রান সুদর্শন এক আনমনে
উড়ায় সন্ধ্যার হাওয়ায় লুটোপুটি।


নিস্তব্ধ নিঝুম তারাদের ভীড়
পড়ে আছে মেঠো পথ
দুরতর-- একা পৃথিবীর
বাদাবনে পাখি এক-- নষ্ট হয়ে গেছে ডিম
খোজ নেই বহুদিন
তার সেই ক্লান্ত  সঙ্গিনীর।


কতদিন  উড়ে যায় চুপি চুপি
একাকী ধবল নীলিমার বক
মেঘ মেদুর আকাশ ছুঁয়ে ছুয়ে
ভেজা হাওয়ায় মাখনো পালক
বুকে করে নিয়ে চলে বয়ে।


কতদিন শুকনো মাটির বুকে
নামায় না রাত তার উলঙ্গ শরীর
জোছনা গিয়েছে মরে
চাঁদ গেছে অস্তাচলে ফেলে তার নীড়।