আমার জেগে উঠতে ভাল লাগে না।


কত শত শতাব্দী ধরে
তোমার বুকের মসৃণ আল্পনায়
বুলাই নি আমার মোমের পাখা
হাওয়া ঠাসা অনাথ রাত
হু হু করে মিশে যায়
অতীত মিছিলের বিদ্রুপে।


কত শত শতাব্দী ধরে
পৌষের তারার শ্বাসে
ঘুমদন্ডী প্রেম নগ্ন হয়ে যায়
অতৃপ্তির -ক্ষুধার মাঠে
আমার ক্ষুধার ভেতর
তোমার নরম পায়ের ভুত
আঁচড় কাটে ক্ষিপ্ত বিড়ালের মতো।


ঘুম থেকে জেগে যাবার আগে
নিষিদ্ধ বাস্তবতায় ভাসিয়ে নাও আমার
আগুনের গোলার মতো দুই আইরিশ।
প্রেয়সী, আমার জেগে উঠতে
একদম ভালো লাগে না।