কইতুরীর মা--
পাইন্যা গলায় চর্মসার সাধাসারা রেখে
পাঁচিলে ঝোলাও দিকি জোছনার বই
আমি স্বপ্নের বাসন্তী বর্ণমালায়
সোনালী শিহরণ পড়ি।
আঠারো আকাশ তারায় তারায়
আবৃত্তি করেছি যে রাতের আঁধার
প্রসবনের ক্ষুধায় সে
টেনে ধরে সমুদ্রের তীর।
এই সব সংসার শিকল পায়ে নিয়েই
আবৃত্তির মঞ্চ হয়েছে
শর্মিলা বৌদীর গৃহী ভাইস্তি।
কইতুরীর মা--
চকমকি মেঘে যতই থাকুক বর্ষণের  উস্মাদনা
হাওয়ার পালক না পেলে তার
চিত্ত পুড়ে।
তিনগজ বেদনা নিয়ে
আটাশ কিলো পথ পাড়ি দিতে হলে
মুটোবন্দী আংটির হাত ধরে
জ্যামিতিক হারে বাড়ে দুরত্বের খর্বতা।


কইতুরীর মা--


তুমি আমার দুঃখ হও
আমি তারে বই
নয়শ নটিক্যাল ডুব সাঁতারে
খেলবো মল্লই।
তুমি আমার অক্ষর হও
আমি হই পাঠ
আমাদের নিয়ে নিরুদ্দেশে যাক
কামনার গোপাট।