চিন্তমণি জেগে গেছে পান্তা গেছে ঘুম
সন্ধ্যা রাগে আলো জ্বালে চিমনীর ধোঁয়া
কোকিলের উৎসবে কাকেদের ধুম
স্বকীয়তা মরে গেছে বোধ গেছে খোয়া।
ভারতের পদ্মামতী নারদের দিন
হা-ভাতের অনুতাপ পুড়ে পুড়ে খাক
অসময় বেঁচে আছে শ্বাস করে ঋণ
মিছে সংস্কৃতি জপে বিরূপ বৈশাখ।


মায়ের পান্তায় মেশা বাবার সে মুখ
এনে দাও, নিয়ে যাও বেনামী অসুখ।
প্রাণ ভরে শ্বাস নিই মন ভরে গাই
এসো হে বৈশাখ এসো,  স্বকীয়তা পাই।
ঘরভরা ধান-খড় পথভরা ফুল
সবুজ আগুনে জ্বলো বাংলার কোল।