শরীরী উল্লাস ছেড়ে এসো আজ খেলি মন মন
ঘনায়ে এসেছে কাল অশরীরী দৈত্যের মতন
ঘোর নাদ বজ্রঝড় আগুনের পেযেছে প্রলয়
শ্মশানের দাঁড়কাক ঠোঁটে তার রিক্ত মেঘালয়।


দেহের ভেতর জমে দেহখেকো প্রাণনাশী ব্যাধি
প্রবাল প্রাচীর যেন -- চুপে চুপে ঘিরে নিরবধি।
হাঁসের পায়ের ছাপ ভুলে যায় ফুলে উঠা ঝিল
সাঁতরিয়ে আসে মেঘ সবটুকু চুষে নিতে নীল।


এসো আজ ছিঁড়ে ফেলি ঢেকে রাখা নীলিমার ছই
কামুক-- কামুকী নয় এসো আজ চকমকি হই
বাতায়নে খোলা রোদ জ্বলে উঠে আছে অগণন
শরীরী উল্লাস ছেড়ে এসো আজ খেলি মন মন।