দু:খ রে তোর.....


দু:খ রে তোর
গভীর প্রণয় রোদ্রে ধুয়ে নিস
দু:খ রে তোর ভ্যাপসা তাপে
ঘুরছি অহর্নিশ।
বরফ খুঁড়ে গুহায় যেমন
গরম পোহায় লোক
তোর সাগরে ভাসছি তেমন
ভাসাই পাহাড় শোক।
দু:খ রে তোর চতুর্মাত্রিক
বলয় দিয়ে ঢাক্
চুইয়ে মারে সুখের বাতাস
একটু পেলে ফাঁক।
চামড়া চিলে লবন দিলে
যেমন লাগে শক
সুখের ঝিলিক তেমনি পোড়ায়
হঠাৎ বেধড়ক।
দু:খ রে তোর বুকের ভেতর
আমার কবর দিস
রাহু সুখের দমকা ফিরাস
দোহাই দু:খ বিষ।