একদিন হয়ে যাবে কাবু


হনুমান ক্ষেপে গেছে-কলাদের ঝোলামগ্ন কাদিতম দিন
বন্দরের ক্ষীন আলো হরিৎ মদের গ্লাসে টুপটাপ ঝরে
নাগরিক উল্লাসের নিমগ্ন নগর-দ্রোহ যেন অন্তরীণ
লাখো বিদ্রোহীর কঙ্কালের কান্না কবে যেন গেছে অবসরে।


পতাকার ভুতে টুঁটি চেপে ধরেছে স্বাধীন হৃদয়ের বুক
দুরুদুরু সলীল স্বপন চাকচাক বিপন্ন ফেনীল আশা
তেভাগা হয়েছে তারা যারা শুধু  টুকটাক ছিল জাগরূক
মানুষেরা গেছে বনে সিংহাসনে শুধু জানোয়ার বসা।


সফেদ সত্যের শব অগুনিত জুতার আছাড়ে গেছে পিষে
তবু বিদ্রোহীরা আনে লাশের মিছিল সুকুমার আধিপত্যে
শৈশবের বেলতলা আর পিতাদর্শ গান কেউ ভালবেসে
সঙ্গোপনে সত্য বুনে চুপে কষ্টে মনুষ্যত্ব টানায় পশুত্বে।


তাদের এ অনিশেষ ডানা ঝাপটানো রচে শ্মশানের ভিত
চিতার ক্ষুরের দাগ সাভানার বিশালতায়  সামান্য তবু
পদচিহ্নের এ অনন্ত ধার ফিরে পাবে গতি, হারানো সম্বিৎ
প্রদক্ষিণ তোলপাড়েই নৈরাজ্য একদিন হয়ে যাবে কাবু।