নোনাজলে কাটছে সাঁতার কাক-
শুধু যে তার তীরে আসার তাড়া;
ভূগোল জুড়ে স্রোত নিয়েছে বাঁক
মদে মাতাল প্রসবন-ফোয়ারা।


চুবে চুবে কাল, ভ্রমে খাবি খায়
ডুব সাঁতারে মরণ আসে দমে;
ডুবে ডুবে ভাবে কবে পানি কমে
আশায় তার- শবদেহ চুবায়।


নিত্য মরণ ডাইরীতে সে তুলে
আসল মরণ গেছে কবে ভুলে।