নীলিমা


এমন স্বপন বোনা লোভ তুমি টানিও না আর
ভীড়ের ভেতর আমি সুগভীর ভীড় হয়ে যাই;
নিমিষেই জেগে উঠি প্রনয়ের সব দেনাদার-
নিমিষেই খানখান পুড়ে গিয়ে হয়ে যাই ছাই।


অশোকলতার মতো তুমি এক দুরতর দ্বীপ
আকাশের মতো আমি লুটোপুটি খেয়ে ছুঁই ছুঁই
কালের কপোলে জেগে উঠা এক প্রত্ন- সরীসৃপ -
খোয়া গেছে ভিটেমাটি,পরিচয়, ঠিকানা- বিভুঁই।


এমন করুণ মনোহর ভিখারির চোখে টানা
অসুখে ভূমিতে যাকে সুগভীর করেছে সেলাই
এমন নিষিদ্ধ নেশা নাগালের কাছে হায় বোনা
মহাসাগরের শেষ তীর যেন- আধো হবে ঠাঁই।


আকাশের ভীড়ে আজ জমে গেছে ঘাসের মিছিল
ছোঁ- মেরে আসল টুকু  নিয়ে গেছে বেদনার চিল
কাঁচের দেয়ালে ভীড় করে আজ বাতাসের গ্রীবা-
কবে আমি কী ছিলাম? আর তাতে আছি আমি কেবা?


কামনার পুষ্পদন্ডে ঠিকে আছে সব শবাধার
কেউ তাতে ফলিয়েছে সোনা কেউবা পায় নি আর।
তবু নক্ষত্রের পথের মতন লোকারণ্য জমে
নীলিমার ছোঁয়াহীন ঘুড়িসম সব গেছে দমে।