রঙের ভাটি আর সঙয়ের  নাও
একা এসে ঘর করে একা চলে যাও
ক্ষয় হয় অবিরাম রাতের ধারে
এনেছি সফেদ মেঘ ছুঁয়ে যেও তারে।
সকালের গম্বুজে ফোটে যেই ফুল
সন্ধ্যায় নদী নেই নেই তার কুল
অবিরাম ছুটে চলে ঢেউয়ের দ্রোহ
তুমি আমি ছোপ ছোপ ভেসে যাই মোহ।
এই চলার গতি কভু থামবার নয়
চারপাশে কুলুকুলু ঢেউয়ের প্রলয়।
একা আসি একা যাই সঙয়ের নাও
রেখে যাই বাকি পথ তুমি একা বাও।