অহল্যের শাপ


দাবনার কোমলতা আতার শরীর
চোখে সাঁটা দিগন্ত রঙ্গনের নীড়
লাজের পাপড়ি জমে হয়েছে পাহাড়
একান্নবর্তী আমরা উল্টো সমাহার।
ক্ষুধিত নধর জিভে উইয়ের ঢিবি
তুমি এলে আমি যাই জ্বলো আর নিবি।


আমাদের মাথার জোড়ায় ঘর করে
দ্বৈত নীতির রোদ
তোমাকে উষ্ণতা দিয়ে
আমাকে অহল্য শাপে করেছে বারুদ।