অনেক নির্জনতা জমেছে এখানে
ছায়া ও শূন্যতা ঘর করে চোখে
অনুভবে দাঁড়ায় জল
নিচু আলপথ
পাখির মতো উড়তে চাওয়া
সরিষার দানা
কোন এক বিন্দুবৃত্তে পাকুরের ছানা
হেরে যাওয়া রপ্ত করতে
দেখাই কসরৎ।