চোখ


তার থেকে ধার করা ব্যথা
আমি আর - গলে দেব কার?
দেহরসে রাঙিয়ে দু হাতা
স্বার্থকতা- মেহেদী পাতার।


আবেগের ঝাড়বাতি জ্বেলে
বাড়িভরা প্রতিবেশি লোক
মৃতদেহ আমার না হলে
কি হতো? পূর্ণতা পাক শোক।


বারান্দার আলো ছায়া খেলা
হা হুতাশ গমগমে বাড়ি
এতটা না হলে তবু মেলা
সুখ পেতো পাট ভাঙা শাড়ি।


মেঘ জমা আকাশের বুকে
চিকচিক জলের নাচন
তার চোখ ডুবেছে অসুখে?
যার চোখে ছিল এ বাঁচন?