দুঃখের অক্ষরে বঞ্চনার সুই দিয়ে
বুকের ক্ষতে আঁকি যখন এন্টি গোলাপ
তোমার দুআঁশ উর্বর বীজতলায় তখন
ফর ফর করে চষে চলে অর্বাচীন লাঙলের ফাল।
আমি অভিশাপের অন্ধকার রোপন করি
পরিত্যক্ত পলিথিনের গন্ধ ভাগাড়ে
মৃত স্বপ্নের ডাল দিয়ে খুঁড়ে খুঁড়ে খুজি
বিলুপ্ত প্রতিশ্রুতির মৃত শাদা চোখ
নস্টালজিক রোদ চিতার খোসা হয়ে
চাপ দিয়ে উগড়ে দেয় বিরহের নাড়িভুড়ি।
তোমার পরাগরেণুর ঘ্রাণ আজ আমার
গন্ধভাদুলির প্রেম।