পরিযায়ী পাখির মতো ভ্রান্তির পথে আশ্রয় খুজেছি শত্রুর শিবিরে,
সাইবেরিয়ার হীম প্রানের সরল  মতো উদ্বেলতায় হাকালুকিতে
এসে পড়িয়াছি পাখি নয় ভূনা হবার অজস্র মরন ফাঁদের ভিড়ে।
পরিযায়ী পাখির মতো উঞ্চতা খুজে ঢুকে গেছি ভুল মন্ত্রগীতে।


এখানের শিকারীরা অদ্ভুত বাছবিচার হীন স্বার্থ সিদ্ধ গুলি ছোঁড়ে
ভাবেই না যে অসহায় আমরাও ছড়াতে পারি প্রানাঘাতী ভাইরাস;
এই মূর্খ শিকারীর নিশানার তোপে একদিন এই জলা মাঠ ছেড়ে
আমরা পালিয়ে যাবো দূর মানুষের দেশ পেরু,কিউবা বা সাইপ্রাস।


পাখির পালক ঝরা বিল হাজার বর্ষের স্মৃতি এই কলকন্ঠ হাকালুকি
এখানে আমাদের উর্দ্ধতনেরা হাজার বছর ধরে গেয়ে গেছে গান
মধুচন্দ্রিমা বিহারে অনন্তকাল পাখিরা এখানে হয়েছে সুখী,
আজ এখানের ঘোলা জলে ঝরে  পরিযায়ী রক্ত -শরনার্থীদের  প্রান।


এই হাকালুকিতে অবিরাম জন্মাক রক্তচোষা কাঁকালশ, গিরগিটি
যেখানে হাজার অথিতির রক্ত পান করে ত্রাতা রক্তপেয়ো গৃহকর্তা
ভাইরাসে -মহামারীতে এই দৈত্যগুলোর বুকে খাক লুটোপুটি
আমাদের মৃত্যু চিৎকার এই  মানবতা খেকোদের  করে দিক ভর্তা।