এতটুকু শখ থাকা ভালো মেঠোচাঁদ রাত্রির গর্জন সম চলে
ত্রয়োদশী হয়ে প্রণয়মালার হাতেখড়ি কিশোরের গলে তবে
আবর্জনার বৈরাগে বেচেঁ আছে যতক্ষন সুয়োকীটগুলো জলে
ততদিন অঝোরেই ঝেড়ে যাবে পূণর্তার গ্লানি, ফাঁকা উৎসবে।


তারপর একদিন হাটবার দেখে সমস্ত ভোগান্তি আঁট বেঁধে
চলে যাবে দুর গাঙুড়ের মরা বাঁকে সেখানে দর্পনে নিজে দেখো
অদ্ভুত অচেনা বুড়ি এক পৃথিবীর ফসলের হাটে ;অবরোধে
পড়ে মেয়াদোত্তীর্ণ শরীর এক, তারে বইতে সাহস হবে নাকো।