খোয়া গেছে চাঁদ


আঁধারের মৌন ক্যানভাস---

শাদা খরগোশ গুলো ঘাস খায় বুকে
জোছনায় ঢেউ ভাঙে শোকের শুশুক
কলাবতী বোধে নীল পাখা ওঠে ফুঁকে
চাঁদ থেকে নেমে আসে তোমার অসুখ ।


বরফের ফাটলের দাহ্যতার সখ
ঊন গুহা জমা করে খুন বেধড়ক
ভেতরের দ্বিরালাপে চিনচিনে চুড়ি
চারদিকে চামচিকে করে ওড়াউড়ি।


খোয়াবের মারবেলে জমা হয় পাপ
হেঁটে যায় বহুদুর মেঠো অভিশাপ
থুরথুরে স্মৃতি এসে শিশির গরল
পাঠপুজা সেরে নেয় অবিরল জল।


শহরের বহুদুরে মিছিলের নাদ --
জ্যোছনাটি পুড়ে  গেছে , খোয়া গেছে চাঁদ।