হে রুটি!  তুমি ঈশ্বরতুল্য
তোমার জন্য আমি বন্য
তোমার জন্যে হয়ে হন্যে
ছুটে দিক দিগন্তে কত যুগান্তেু
সত্ত্বাকে করেছি মাটি।
রুটি!
  
তোমাকে পেতে চেয়ে দ্বন্ধ,
রক্ত-ঘাম কষ্ট-গন্ধ
থেকেছি কত নিরানন্দ
হতে পারি নি পরিপাটি।
রুটি!


তোমাতে দেখেছি রূপালী চাঁদের ছাপ,
অথবা কল্পিত কোন ভূনা গ্রহের ভাপ,
স্বর্গদূত যেন অমৃত খায় হাফহাফ
সাগর সমান ঝোল মঙ্গল বাটি।
রুটি!


লাখ আত্নায় কাকসম তোমার আকুতি
দিগন্ত হতে তোমার মত গোল চাকতি
  ছুটে চলে সীমান্তের প্রতি-
উঁচিয়ে দাঁতের দুই পাটি।
রুটি!


তোমার জন্য ধ্যান, তোমার জন্য গান
তোমার জন্য যুদ্ধ ও বাঁচামরা
তোমার জন্য যত পাপ,তোমার জন্য অভিশাপ
তোমার জন্য নামে যত অপ্সরা-
হাতে নিয়ে ঝোলা আর লাঠি।
রুটি!


তোমার জন্য আজ মানুষের দল
ছেড়ে দিয়ে ঘর,কাথাঁ-কম্বল
দুর্নীতির শেষ চূড়াকে করে সম্বল
লোকে লোকারন্য তোমার জন্য
পাতা এই জীবনের ঘাঁটি।
রুটি!!