রং ফুরানো চোখের স্কেচে
যতই আলো যাচ্ছি সেঁচে
ততই তোমার যাচ্ছে সরে নীল
স্তুতির ভীড়ে যাচ্ছেো গেঁড়ে
আমার প্রলাপ তুচ্ছে উড়ে
পুচ্ছে মারা উপহাসের সীল।


গুচ্ছে আমার হয় নি যে ঠাঁই
বিফল পথে ডুবছি একাই
ধুঁকছি প্রিজম বক্ররেখায়,  হীন
স্বরলিপি যাচ্ছে ক্ষয়ে
সারগামের ওই ভুল প্রলয়ে
সপ্তমীতে আটকা আজ্ঞার ঋণ।


ক্রোধকে গেছে দয়া ছেড়ে
এই ভরশায় সাহস উড়ে
এই ভাবনায় নিচ্ছি যত দায়
দুখের সাথে স্বস্তি আছে
রাগ ফুরানো দয়ার কাছে
ব্যকুল হৃদয় চেয়ে আছে,  পায়।