বুননের শেষে তুমি করেছো মিশেল
স্বস্তির কোমল বাহু দিয়েছো আগুনে
ক্রোধের চিতার ব্যুহে বেঁধেছো হেঁসেল
রেঁধেছো রাতের ঘুম বিপন্ন ফাগুনে।

জ্বলে জ্বলে বিশাখার পুড়ে গেছে হাড়
ধিকি ধিকি রাবণের সুখদাহী রতি
জীবনে বেঁধেছো এক বিপন্ন ভাগাড়
পান্ডুয়ার প্রেম পুড়ে--পুড়ে লাভ-ক্ষতি।

জ্বলুনির লীনাতাপে দিশাহারা সুখ
প্রেহ্মদত্যি হয়ে বাঁচে প্রেমান্ত অসুখ
বটঝুরি ধরে ঝুলে কবেকার ফাঁসি
আহারে অতৃপ্ত প্রেম-- অশরীরী হাসি।