নেই আর


সস্তা বোধে জড়াইনি আমি প্রেম
তোমার বৈশাখী
টগরের ডালপালা রুয়েছে কপাল
ফসিলের একাগ্রতা জেনেছে শিলার
বোবা বেদনার গাঢ় বর্ষীয়সী ছাল।


পাললিক প্রেমে তুমি হয়ে গেছো ক্ষয়
উর্বর দোঁআশ ভূমি ; আমি চিরকাল
আকাশের শোকে কেঁদে হয়েছি মৃন্ময়
দ্রোহী বর্ষণের ঘাতে ছুঁয়েছি আকাল।


সস্তা মোহে জড়াইনি আমি প্রেম
তোমার বৈশাখী
কৈলাসের অশ্রুঝরা বরফের জল
আমাকে করেছে নাদ, বারবার ডাকি
ফাটিয়ে দিয়েছি বুক, ভেঙেছি আগল
চেয়ে দেখি হয়ে আছো পতিত কমল
নেই আর, সে আমার, প্রিযতমা সাকী।