উদায়াস্ত সাক্ষী


স্মৃতিতে ভিজিয়ে রাখা কথার চারকোল
আমলকীর ক্যারাভান অমানিবাস
মায়ার নদীতে রোমান্সের সিঁথি
আঁটসাঁট লেগে আছে গায়ে
যতটাই বিলুপ্ত হোক ছায়ার শৈশব
ততই মঙ্গল শঙ্খেরা ভেতরে বাজায়
তুমুল হর্ষধ্বণি।


ভাসমান রাতের সজ্জিত সতীর্থঃ
কাঁকল শরীর নিয়ে কতটা দুর
ঘৃণার আলোকবর্ষ হবে?
আমি তো রোজ জড়াই পাঁজরে সে প্রেম
যে প্রেমের খুনসুঁটি ছাড়া
তুমি এক ধূলিনক্ষত্রের বিষাক্ত নীহারিকা।


যতই প্রতীক্ষা হোক দুরারোগ্য মিথ
ছায়া হরিণীর উষ্ণ কোমল লোমে
আমার সুনসান মৌন চুম্বন
এক আধিনৈশিক শিষ্টাচার।


কতটা পেরেছ হতে দুর?
ডাকিনীর ফোঁস ফোঁস ঘৃনাশ্লোক বেয়ে?


বিশাখা তারার কাছে প্রশ্ন করো
উদয়াস্ত সাক্ষী সে তোমার আমার
অশরীরী প্রেমের সঙ্গমের।