পাপড়ির ফুল, ত্রেতা শার্দুল
মহুয়ার দুঃখের নদী
ত্রিলোক আকাশ মেঘ আর ঘাস
কাশ হয়ে ঝরতো যদি!


জমজম মন, হেরার শয়ন
আরাফা কতদুর আজ
দুরে শোনো খালিদের
বিজয়ী ঘোড়ার আওয়াজ।


ওমর, এই পথে যদি
তরবারি নিয়ে আসতেন
ঘাসের ক্ষুদ, ভন্ড বেবুদ
গাধার  ক্ষুর চেপে হাসতেন।


পরগাছা জীব কী-আজিব!
শোষণের চোঙ্গার ধারে
খুবলে খায়, মন মথুরায়
অদ্ভুত এই পৃথিবীরে।


চমচম দিন বোধ করে ঋণ
আমরা তালগোলে বাঁচি
পাপ-পূণ্য দুই কুূল ধরি
আর বলি 'আছি আছি'!