নীহারিকা,
তোমার আকাশের পূর্ণচন্দ্রকে অবলম্বন ভেবেছি আমার। কিন্তু গ্রহণের টানের জোঁয়ার আমায় প্লাবিত করে ভাঁসিয়ে নিয়েছে আমার সুখ আমার সান্তনা!
সুখঘুড়ি ওড়াতে চেয়েছি তোমার নীল ভেদ করে, পূর্ণিমাতেও পেয়েছি অমাবস্যার স্বাদ! বার বার ছুটে গেছি তোমার পানে, তুমি বার বার কেটে দিয়েছ আমার সুতো!
ছিন্ন সুতার নাটাই নিয়ে কি লাভ বলো! যদি কাটাকাটিতে হারিয়ে যায় আমার ঘুড়ি!
আমি তোমার আকাশের তারা গুনি এখন! কিন্তু আশ্চর্য! সব তারাই হারিয়ে যায় তোমার থেকে! কি এক অদ্ভুদ আলোয় উন্মাতাল করে রাখ আমায়! চোখ মেলে সে আলো ধরতে চাই তালুবন্দি করতে। পারিনা! ভীষণ মনে পড়ছে ওই চাঁদটাকে, যেটাকে গিলে ফেলেছে তোমার পূর্ণ চন্দ্রগ্রহণ!
আমি আজ উন্মুখ হয়ে আছি সে জোসনা দেখার নেশায়!
-তোমার সবুজ জমিন